ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

৩০টি নতুন বিমান কিনছে মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

mzamin

ফাইল ফটো

মালয়েশিয়া এয়ারলাইন্সের মূল প্রতিষ্ঠান, মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি) ২০২৯ সালের মধ্যে ৩০টি নতুন বোয়িং ৭৩৭ বিমান কেনার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে মালয়েশিয়া এয়ারলাইন্সের বহরকে আধুনিকীকরণ এবং আগের চ্যালেঞ্জ থেকে পুনরুদ্ধারে সহায়তা করবে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি) এর নতুন অর্ডারে ১৮টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এবং ১২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০ বিমান অন্তর্ভুক্ত রয়েছে। তবে, এই চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।

মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ, মালয়েশিয়া এয়ারলাইন্স, ফায়ারফ্লাই ও আমালসহ একাধিক এয়ারলাইন্স পরিচালনা করে এবং বর্তমানে এয়ারবাস ও বোয়িং উভয় ধরনের বিমান ব্যবহার করছে। নতুন বিমানগুলোর জ্বালানি দক্ষতা, পরিবেশগত প্রভাব, কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দি এজ মালয়েশিয়া।

এছাড়া, বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যতে অতিরিক্ত ৩০টি বোয়িং ৭৩৭ কেনারও সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই নতুন ক্রয় পরিকল্পনার আগে, ২০২২ সালে মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ  বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর ২৫টি বিমান লিজ নিয়েছিল এবং ২০টি এয়ারবাস এ৩৩০নিও কেনার চুক্তি করেছিল। ইতোমধ্যে প্রথম ডেলিভারি পৌঁছে গেছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে, আগের চুক্তির বাকি বিমানগুলো আগামী ১৮ মাসের মধ্যে সরবরাহ করা হবে।

রয়টার্স আরো জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বোয়িং ও জিই অ্যারোস্পেসের সঙ্গে মালয়েশিয়া এয়ারলাইন্সের চলমান অংশীদারিত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মতামত

মালয়েশিয়া বিমান কিনছে, এটা আমাদের জন্য কোনো খবর নয়।

Md. Shaheen Mia
২১ মার্চ ২০২৫, শুক্রবার, ১০:১৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status