বিশ্বজমিন
সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিলো সেনাবাহিনী
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৭ অপরাহ্ন

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার তীব্র লড়াইয়ের পর আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর কাছ থেকে রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয় তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, সুদানের সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেন, আমাদের সদস্যরা শত্রুর যোদ্ধা এবং সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং তা জব্দ করেছে। সেনাবাহিনীর পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ। বলেছেন, সেনাবাহিনী বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মিলিশিয়া এবং তার সমর্থকদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সকল ফ্রন্টে অগ্রগতি অব্যাহত রাখবে।
২০২৩ সালের এপ্রিলে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হলে আধা-সামরিক বাহিনী প্রাসাদটি দখল করে নেয়। ওই সময় আরএসএফ দ্রুত খার্তুমের রাস্তাগুলো দখল করে নেয়। সেনাবাহিনী-সমর্থিত সরকার লোহিত সাগর উপকূলে বন্দর সুদানে পালিয়ে যায়। সেই লড়াইয়ের অংশ হিসেবে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় উদ্ধারে সক্ষম হয়েছে সরকারি পক্ষের সেনাবাহিনী। প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরের কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং অভিনন্দন বিনিময় করছেন। তবে এএফপি তাৎক্ষণিকভাবে ফুটেজ যাচাই করতে পারেনি। প্রায় দুই বছরে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচুত হয়েছে। যা বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে।