খেলা
পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না ম্যাট হেনরির
স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, রবিবারসদ্য পর্দা নামা চ্যাম্পিয়নস ট্রফিতে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে আঘাত পান ম্যাট হেনরি। এই চোট তাকে খেলতে দেয়নি ভারতের বিপক্ষে ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে ফেরার কথা ছিল নিউজিল্যান্ডের এই পেসারের। তবে দেশটির ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, স্কোয়াডে থাকলেও শেষ দুই ম্যাচ খেলা হচ্ছে না হেনরির। তিনি তার পুনর্বাসন চালিয়ে যাবেন। বাদ পড়েছেন আরেক পেসার কাইল জেমিসন।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনাল না খেলতে পারলেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হেনরিই (১০)। ভারতের সঙ্গে গ্রুপ পর্বের দেখায় ফাইফার তুলে নেন এই কিউই ফাস্ট বোলার। এরপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে চোট পান তিনি। পুনর্বাসিত থাকা অবস্থায় পাকিস্তানের সফরে টি-টোয়েন্টির ৫ ম্যাচ সিরিজে শেষ দুই ম্যাচের জন্য দলে রাখা হয় এই ৩৩ বছর বয়সী ক্রিকেটারকে। কিন্তু পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকার কারণে খেলা হচ্ছেনা তার। একই সঙ্গে কাঁধের পাশাপাশি তার ডান হাঁটুতেও সমস্যা দেখা দিয়েছে। ডানহাতি এই পেসারের পরিবর্তে শেষ দুই ম্যাচের জন্য দলে থাকছেন জ্যাকারি ফোক্স। ২২ বছর বয়সী এই পেসার খেলেছেন প্রথম ২ ম্যাচে। তবে বল হাতে তেমন একটা প্রত্যশা পূরণ করতে পারেননি ফক্স। প্রথম ম্যাচে ৩ ওভার হাত ঘুরিয়ে ১১ রানে ১ উইকেট নেন এই ডানহাতি বোলার। পরের ম্যাচে ৩২ রান খরচায় থাকেন উইকেটশূন্য। তৃতীয় ম্যাচে তাকে একাদশের বাইরে রেখেই দল সাজায় ব্ল্যাক ক্যাপরা। অন্যদিকে আরেকটি বড় পরিবর্তন এসেছে স্বাগতিকদের দলে। প্রথম ম্যাচে ৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া কাইল জেমিসন ছিটকে গেলেন শেষ ম্যাচে ৫৪ রান খরচে। তার জায়গায় দলে এসেছেন উইল ও’রুর্কে। প্রথম ৩ ম্যাচে স্কোয়াডের সঙ্গে থাকা উইল থাকছেন পরের দুই ম্যাচেও।
সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে রানশূন্য থাকা হাসান নাওয়াজের অপরাজিত সেঞ্চুরিতে শেষ খেলায় জয় তুলে নেয় সফরকারীরা। সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ মাঠে গড়াবে মাউন্ট মঙ্গানুই এবং ওয়েলিংটনে।