খেলা
আর্জেন্টিনার বিপক্ষে নেই আলিসন, ডাক পেয়েছেন ওয়েভার্টন
স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, রবিবার
আগে থেকেই নেই এডারসন। এবার আলিসন বেকারকেও হারালো ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মাথায় চোট পেয়ে ছিটকে গেছেন এই অভিজ্ঞ গোলকিপার। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সেলেসাওদের দলে ঢুকেছেন ওয়েভার্টন পেরেইরা। ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার লুকাস বেরালদো।
আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার কলম্বিয়াকে হারায় ব্রাজিল। ২-১ গোলে জয়ের দিন বিরতির পর সংঘর্ষে মাথায় চোট পান আলিসন ও দাভিনসন সানচেজ। দু’জনই কিছু সময় মাটিতে শুয়ে থাকেন। দু’দলের চিকিৎসকরা মাঠে ছুটে গেলে স্ট্রেচারে করে ফিরতে হয় কলম্বিয়ান ডিফেন্ডারকে। অন্যদিকে চিকিৎসা নিয়ে হেঁটেই মাঠ ছাড়েন আলিসন। আলিসনের ক্লাব লিভারপুল
এক বিবৃতিতে জানায়, ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি। ইংলিশ জায়ান্ট ক্লাবটি লিখেছে, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। লিভারপুল চিকিৎসকরা সেখানে তার অবস্থার পরীক্ষা করবেন। বাংলাদেশি সময় আগামী বুধবার ভোরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মোকাবিলা করবে সেলেসাওরা। লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের দলে। এদিকে ব্রাজিল আগেই হারিয়েছে নেইমার জুনিয়রকে। কলম্বিয়ানদের বিপক্ষে চোটে পড়ে ছিটকে গেছেন মিডফিল্ডার জেহসনও। শেষ ম্যাচের কার্ডে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালিয়াস। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে ৪টি হলুদ কার্ড দেখে ফেলেছেন ব্রুনো গিমারায়েস। যার কারণে মাঝমাঠের এই খেলোয়াড় পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। সুপার ক্লাসিকোকে সামনে রেখে দলে ডাক পাওয়া ওয়েভের্তন, গোমেজ, এডারসন ও বেরালদো ছিলেন প্রাথমিক দলেই। আগের ম্যাচে বেঞ্চে থাকলেও এবার আর্জেন্টানদের সঙ্গে তাদের মাঠে খেলার হাতছানি এই ৪ জনের। অন্যদিকে শেষ ম্যাচে মূল আক্রমণভাগকে ছাড়া বেগ পেতে হয় আর্জেন্টিনার। উরুগুয়ের মাঠে থিয়াগো আলামাদার একমাত্র গোলে জয় পেয়ে যায় আলবিসেলেস্তেরা। সুপার ক্লাসিকোতে সেলেসাওদের বিপক্ষে ড্র করলেও বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ের তালিকায় ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনাই। সমান ম্যাচে ২২ পয়েন্টে দুইয়ে ইকুয়েডর। ১ পয়েন্ট কম নিয়ে তিনে ব্রাজিল। শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে ডিঙিয়ে আসতে হবে প্লে অফ পর্ব।