খেলা
মিরপুরে শেষের রোমাঞ্চ, পারটেক্সের জয়ের নায়ক রাকিব
স্পোর্টস রিপোর্টার
২৩ মার্চ ২০২৫, রবিবার
৬ বলে প্রয়োজন ১০ রান, উইকেট বাকি ১টি। প্রথম ২ বলে এলো ৪ রান। তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে আকাশে তুলে দিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রাকিব। লং অনে নাঈম হাসান সেটা ধরতে পারলেই জিতে যাবে অগ্রণী ব্যাংক। কিন্তু সবাইকে অবাক করে সহজ ক্যাচ ফেলে দিলেন নাঈম হাসান। পরের বলে ৪ হাঁকিয়ে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান রাকিব। আর শেষ বলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন দলটির ১১ নম্বর ব্যাটার। গতকাল মিরপুর থেকে সাভার, সবখানেই আকাশ ছিল মেঘলা। কয়েক ফোটা বৃষ্টিও পড়েছে। সাভারের বিকেএসপিতে মেঘের কারণে আলোকস্বল্পতায় কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। সারাদিনে তাই সবেধন নীলমনি ছিল মিরপুরের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ। এই এক ম্যাচে অবশ্য বিনোদনের অভাব ছিল না। শুরু থেকে দাপট দেখিয়ে শেষের আগে খেই হারিয়ে ফেলে আবার শেষ বলে নাটকীয় জয় পায় পারটেক্স। যারা কিনা এবার জয়ের স্বাদই ভুলে গিয়েছিল। ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১৮ রান করে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন অগ্রণী ব্যাংক। রান তাড়ায় শেষ দিকে শঙ্কায় পড়ে গেলেও রাকিবের বীরত্বে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পারটেক্স। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ১০৩ বলে ৮০ রান করেন বাংলাদেশের হয়ে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রাকিব। ৫টি করে চার-ছক্কার ইনিংসে ম্যাচের সেরা ২৬ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান। সাত ম্যাচে পারটেক্সের এটি দ্বিতীয় জয়। টানা চার ম্যাচ জেতার পর এবার হারের তেতো স্বাদ পেলো অগ্রণী ব্যাংক। সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে টেবিলের চার নম্বরে তারা।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পারটেক্স। অধিনায়কত্ব ছাড়লেও রানের দেখা পাচ্ছেন না সাব্বির রহমান। গতকাল করেন ১৪ রান। ইতিবাচক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি আদিল বিন সিদ্দিক। ৩২ রান করে ফেরেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটার।
৫ নম্বরে নেমে শুরু থেকেই দারুণ গতিতে রান তুলতে থাকেন রাকিব। পঞ্চম উইকেটে আহরার আমিনকে নিয়ে গড়েন ৭০ রানের জুটি। যেখানে আহরারের অবদান মাত্র ২২ রান। আহরার ফেরার পর জাওয়াদ রোয়েনকে নিয়ে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান রাকিব। এরপর আচমকা ছন্দপতন হয়। ২০৩ থেকে ২০৯- ৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পারটেক্স। শেষের নাটকীয়তায় তখন আচমকা জয়ের আশা তৈরী হয় অগ্রনী শিবিরে।
শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিলো, প্রথম বলে রান না এলেও পরের বলে ৪ হাঁকান রাকিব। তৃতীয় বলে জীবন পেয়ে পরের বলে হাঁকান আরও একটি চার। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ড্র করেন রাকিব। তখনও নাটকীয়তায় ঘ্রাণ ছিলো, তবে শেষ বলে আব্দুল গাফফার রনি সিঙ্গেল নিয়ে জয় এনে দেন পারটেক্সকে।
এর আগে ব্যাটিং করা অগ্রণী ব্যাংকের হয়ে মার্শাইল আইয়ুব ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৮৭ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি। ওপেনার সাদমান ইসলাম ৪৮ বলে করেন ৩১ রান, অধিনায়ক ইমরুল কায়েস ৩৯ বলে করেন ১৯ রান। পারটেক্সের হয়ে ১০ ওভারে ৪১ রানে ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র।
বিকেএসপিতে গতকাল তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাদার্স ইউনিয়নের। পাশের মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু দুটি ম্যাচেই বৃষ্টি ও আলোক স্বল্পতায় টসই হয়নি। এই ম্যাচটি জিতলে গুলশান পয়েন্ট তালিকার তিনে উঠে যেতে পারত। অন্যদিকে লিজেন্ডস জিতলে উঠে যেত পাঁচে। পয়েন্ট ভাগাভাগির পর ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে গুলশান। সমান ম্যাচে ৩ জয় পাওয়া লিজেন্ডস ৭ পয়েন্ট নিয়ে আছে সাতে। সুপার লীগে উঠবে শীর্ষ ছয়টি দল।