অনলাইন
স্বাস্থ্য অধিদপ্তরের সেই গাড়িচালকের আরও ১৩ বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৫ অপরাহ্ন

অবৈধ উপায়ে দেড় কোটি টাকার সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) ৯৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আবদুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের সাজা দেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে মালেক উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি দুদক ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, ৯৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে দুদকে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদের বিবরণী জমা দেন মালেক। এছাড়া, তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ দেড় কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
দ্বিতীয় মামলায় বলা হয়, পারস্পরিক যোগসাজশে অবৈধভাবে অর্জিত প্রায় ১ কোটি ১০ লাখ টাকার সম্পদ স্ত্রী নার্গিসের নামে রাখার অভিযোগ আনা হয়। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্র মামলায় মালেককে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
পাঠকের মতামত
কি লাভ ? লোভী আইনজীবীরা জামিনের দরখাস্ত করবে এবং কোন বিচারক ঠিকই জামিন দিয়ে দেবে। তাছাড়া জেল খানায় তো রাজার হালে থাকবে ।
সে যাদের মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক