ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি অবকাশের পর

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৭:১০ অপরাহ্ন

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে এ রুলের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী।

রোববার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, গত ৪ঠা ফেব্রুয়ারি জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে এ রুল প্রস্তুত করা হয়। গত বুধবার হাইকোর্ট এ রুল শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর সময় ধার্য করেছেন। সাধারণত বুধবার রুল শুনানি হয়। সে হিসেবে ছুটির পর প্রথম বুধবার (২৩শে এপ্রিল) এ রুল শুনানি হতে পারে। আগামী ১৯শে এপ্রিল সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হবে।  

গত বছরের ৩১শে অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status