ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আর্জেন্টিনাকে ঠেকাতে রক্ষণে জোর দিচ্ছে সেলেসাওরা

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৫, সোমবার
mzamin

ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই ছাপিয়ে যায় অন্য সবকিছুকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে এবার আরেকটি ‘সুপার ক্লাসিকো’ দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। ১ পয়েন্ট পেলেই মূল পর্বের টিকিট কাটবে আলবিসেলেস্তেরা। চোটে লিওনেল মেসি, পাওলো দিবালাদের হারিয়ে আক্রমণভাগে কিছুটা ধার কমেছে আর্জেন্টিনার। তবুও ঘরের মাঠে স্বাগতিকদের সমীহ করার কথা বললেন গিলের্মো আরানা। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে নিজেদের রক্ষণভাগকেই বেশি প্রাধান্য দিচ্ছেন অভিজ্ঞ এই লেফট ব্যাক। বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে শুরু হবে দু’দলের মাঠের লড়াই। যদিও দু’দলকেই খেলতে হবে নিজেদের পোস্টার বয়কে ছাড়াই। পায়ের চোটে পড়ে আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। স্বাগতিকদের দলে দিবালাসহ আক্রমণভাগে নেই লাওতারো মার্টিনেজও। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াস। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে ৪টি হলুদ কার্ড দেখে ফেলেছেন ব্রুনো গিমারায়েস। যার কারণে মাঝমাঠের এই খেলোয়াড় পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। শেষ ম্যাচে মাথায় আঘাত লাগার কারণে খেলছেন না গোলকিপার আলিসন বেকারও। অভিজ্ঞ খেলোয়াড়েরা মাঠের বাইরে থাকলেও দু’দলের সুপরিচিত দ্বৈরথে মোটেও ভাটা পড়বে না বলে মনে করেন আরানা। বরং তিনি মনে করেন দল দু’টির দ্বৈরথের সুদীর্ঘ ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। শনিবার এক সংবাদ সম্মেলনে এই ২৭ বছর বয়সী ডিফেন্ডার বলেন, ‘এটি বিশাল একটি দ্বৈরথ। দু’দলেই দৃঢ়তাসম্পন্ন খেলোয়াড় থাকাটা স্বাভাবিক কেননা দু’দলই জয়ের জন্য লড়াই করে। তবে আমাদের প্রয়োজন ফলাফল। আমরা সেখানে রক্ষণে ভালো করতে এবং ভালো ফুটবল খেলে জয় নিয়ে ফেরার ভাবনা নিয়ে খেলব।’ অ্যাটলেটিকো মিনেইরোর ডিফেন্ডার যোগ করেন, ‘এটি একটি ভিন্ন আবহ। কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে, যারা আগেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে।’ আর্জেন্টিনার খেলার মান নিয়ে মনোযোগী পর্যবেক্ষণ রয়েছে এই সেলেসাও ডিফেন্ডারের। তাদের আক্রমণভাগকে রুখে দেয়ার পরিকল্পনা নিয়ে আরানা বলেন, ‘আমরা জানি যে, আর্জেন্টিনা দারুণ একটি সময় কাটাচ্ছে। কিন্তু আমাদেরও মানসম্পন্ন পেশাদার খেলোয়াড় রয়েছে। ওদের কিছু ভিডিও দেখেছি এবং ওদের খেলোয়াড়দের যে মান, তাতে আমাদের খুব মনোযোগী থাকতে হবে। এবং আর্জেন্টিনার আক্রমণভাগকে অকার্যকর করে রাখতে হলে ভালো অবস্থায় থাকতে হবে।’ দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ের তালিকায় ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনাই। সমান ম্যাচে ২২ পয়েন্টে দুইয়ে ইকুয়েডর। ১ পয়েন্ট কম নিয়ে তিনে ব্রাজিল। শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে ডিঙিয়ে আসতে হবে প্লে অফ পর্ব।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status