অনলাইন
মোদির বিদেশ ভ্রমণে খরচ ২৫৮ কোটি! বিরোধীদের চাপের মুখে সংসদে জানালো কেন্দ্র
মানবজমিন ডিজিটাল
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে ৩৮টি দেশ ঘুরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বাবদ খরচের পরিমাণ ২৫৮ কোটি টাকা! ২০২৩ সালের জুনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় একক সফরের জন্য সর্বোচ্চ ব্যয় করা হয়েছিল, যার পরিমাণ ছিল ২২ কোটি টাকার বেশি। সংবাদ সংস্থা পিটিআই এখবর জানিয়েছে। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এই তথ্যটি জানিয়েছেন।রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এই তথ্য জানতে চেয়েছিলেন। তার দাবি ছিল, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের খরচ থেকে হোটেলে থাকা, পরিবহণ ও অন্যান্য খাতে কীরকম খরচ হয় তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। এরপরই এই তথ্য দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।
সরকারের তরফে উপস্থাপিত তথ্যে প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরের ব্যয়ের রূপরেখা দেয়া হয়েছে। যার মধ্যে কর্মকর্তা, নিরাপত্তা এবং মিডিয়া প্রতিনিধিদের জন্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে, ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ হয়েছিল ২২ কোটি ৮৯ লক্ষ ৬৮ হাজার ৫০৯ টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন সফরে খরচের পরিমাণ ছিল ১৫ কোটি ৩৩ লক্ষ ৭৬ হাজার ৩৪৮ টাকা। অন্যান্য উল্লেখযোগ্য ভ্রমণের মধ্যে রয়েছে ২০২৩ সালের মে মাসে প্রধানমন্ত্রীর জাপান সফর, যার খরচ ছিল ১৭ কোটি ১৯ লক্ষ ৩৩ হাজার ৩৫৬ টাকা। ২০২২ সালের মে মাসে তার নেপাল সফরও বেশ ব্যয় বহুল ছিল। ৮০ লক্ষ ১ হাজার ৪৮৩ টাকা। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রধানমন্ত্রী মোদি যে বিদেশ সফর করেছেন তার তালিকায় রয়েছে জার্মানি, কুয়েত, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ আফ্রিকা, গ্রীস, পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইতালি, ব্রাজিল এবং গায়ানা।
প্রধানমন্ত্রীর এই ব্যয়বহুল বিদেশ সফর নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এভাবে জনগণের করের টাকায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের মতে, যেখানে দেশের বহু মানুষ এখনও দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন, কোটি কোটি মানুষ বেকার, সেখানে এভাবে জনগণের অর্থ অপচয়ের কী অর্থ? মোদি যে তুলনামূলকভাবে অনেক কম খরচে বিদেশ ভ্রমণ করেছেন তা বোঝাতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের সময়কালের কয়েকটি বিদেশ সফরে কত খরচ হয়েছিল, তারও উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী (মনমোহন সিং) আমেরিকা সফরে খরচ হয়েছিল ১০ কোটি ৭৪ লক্ষ টাকা। যেখানে গত তিন বছরে মোদির দু’বার আমেরিকা যেতে খরচ হয়েছে ৩৮ কোটি ২৩ লক্ষ ৪৪ হাজার ৮৫৭ টাকা।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া