অনলাইন
রাখাইন রাজ্যে আরাকান সেনার অভিযানের আগে ঢাকায় আসছেন শীর্ষ মার্কিন জেনারেল
মানবজমিন ডিজিটাল
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন
২৪শে মার্চ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। দুই দিনের সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এই বৈঠকের লক্ষ্য মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা, যেখানে সামরিক জান্তার বিরুদ্ধে আরাকান আর্মির সামরিক পদক্ষেপ শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে। হাওয়াইয়ের ফোর্ট শাফটারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি)-এর এই ডেপুটি কমান্ডিং জেনারেল রাত ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তিনি অন্যান্য ইউএসএআরপিএসি কর্মকর্তাদের চার সদস্যের একটি দলের নেতৃত্ব দেবেন। দলটি ২৫মার্চ হাওয়াইতে ফিরবে। জেনারেল ভাওয়েল আফগানিস্তানে তিনটি এবং ইরাকে দুটি যুদ্ধ সফর করেছেন, যার মধ্যে উভয় দেশের সার্জ অভিযানও রয়েছে। আজ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মিলিটারি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ই ডি মিচিই, লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালাচার (প্রতিরক্ষা সহযোগিতা অফিস থেকে) এবং মেজর ইয়ান লিওনার্ডের নেতৃত্বে তিন সদস্যের মার্কিন কর্মকর্তাদের একটি দল বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিনের সাথে সাক্ষাত করেন। এই বৈঠকটি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়।
এই দলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালাচার (ডিফেন্স কো-অপারেশন অফিস) এবং মেজর ইয়ান লিওনার্ড। বাংলাদেশের কৌশলগত বিষয়ক বিশ্লেষকরা বলছেন, লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েলের এই সফর তাৎপর্যপূর্ণ । কারণ আরাকান আর্মি সম্ভবত রাখাইন রাজ্যের বাকি তিনটি শহর—সিটওয়ে, কিয়াউকফিউ এবং মানাউং—দখলের জন্য একটি বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে, যেখানে সামরিক জান্তা এখনও প্রতিরোধ গড়ে তুলেছে।
সূত্র : nenews