ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

বাসস’র এমডি মাহবুব মোর্শেদ-এর অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিইউজে’র

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৪:৫২ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদ-এর অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে মিছিলসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যায় সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় পুলিশের বাধায় কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় কাকরাইল থেকে বাংলামটর অভিমুখের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে বিকাল সাড়ে তিনটায় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ এসে স্মারকলিপি গ্রহণ করলে রাস্তা থেকে অবরোধ তুলে নেয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাসসের এমডি আপাদমস্তক পতিত স্বৈরাচারের দোসর। বাসসের বিগত সময়ের দুর্নীতির অনুসন্ধান ও বাসসকে স্বৈরাচারের দোসর মুক্ত করার জন্য অবিলম্বে মাহবুব মোর্শেদকে বাসসের এমডি পদ থেকে অপসারণ করতে হবে।

ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বাসসের এমডি মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশাবাদী প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজকে অপসারণ করে বাসসকে কলঙ্কমুক্ত করবেন। তানাহলে আমরা এই ফ্যাসিস্ট এমডির অপসারণের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এবং রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে অপসারণ করা হবে।

এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রফিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, আব্দুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, সাবেক কার্যনির্বাহী সদস্য জসিম মেহেদী, ফজলুর রহমান জুলফিকার, ফয়জুল্লাহ মানিক, রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status