অনলাইন
নবাবগঞ্জে নয়নশ্রী বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৮:০৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খানেপুর গ্রামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহীনুর আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেনÑ ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. আইয়ুব হোসেন চুন্নু মিয়া এবং উপজেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক রায়আন ইসলাম রাজু। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. মিয়াজদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নূরুল ইসলাম সাগর মেম্বার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আইয়ুব আলী, ৫নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মো. রাহেন, ৬ নং ওয়ার্ড সভাপতি আনসার আলী মাদবর ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম ও সিদ্দিক খান, ছাত্রদল নেতা অর্পণ ইসলাম অপু এবং ওয়ার্ড বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।
ইউনিয়ন সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা তার বক্তৃতায় বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এই ইফতার মাহফিল। আমরা দ্রুত স্্রষ্টার কাছে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করছি। আপনারা সবাই জানেন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে আমরা আমাদের সুন্দর ব্যবহার দিয়ে জনগণের মন জয় করে ঢাকা-১ আসনে মা, মাটি ও মানুষের জননেতা জনাব আশফাক ভাইকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ্। সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীদেরকে প্রতিটি ওয়ার্ডের জনগণের পক্ষে কাজ করতে হবে। জনগণের বিপক্ষে যায় এমন কোনো কর্মকান্ড করা থেকে বিরত থাকতে হবে।
ইফতারের আগ-মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।