অনলাইন
সাভারে ছুটি বৃদ্ধি ও বন্ধ কারখানা চালুসহ শ্রমিকদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার,সাভার থেকে
(৪ সপ্তাহ আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ২:০৬ অপরাহ্ন
সাভারের হেমায়েতপুরে ঈদের ছুটি বৃদ্ধি, কারখানা খুলে দেয়া ও শ্রমিকদের ওভারটাইম পরিশোধসহ আটক ৬ শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় কারখানা বন্ধের প্রতিবাদ, বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ জানিয়ে দায়িত্বরত কর্তৃপক্ষের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেন তারা।
শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কারখানার দুই হাজার শ্রমিক ঈদের ছুটি বৃদ্ধিসহ ওভারটাইম পরিশোধের দাবিতে আন্দোলনসহ কর্মবিরতি পালন করে আসছিলো। এ নিয়ে দফায় দফায় শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় কোনো সমাধান না হওয়ায় কারখানায় দাঙ্গাহাঙ্গামা, ভাঙচুর, সহিংসতা ও মারামারি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করায় কোম্পানির সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩(১) অনুযায়ী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জিএম কেনো বহিরাগত লোক নিয়ে আসলো আমাদের মারার জন্য, আমাদের যে ৬ জনকে ধরে নিয়ে গেছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং দাবি আদায়ে আন্দোলনের ঘটনায় কারও বিরুদ্ধে মামলা হয়নি সেটি নিশ্চিত করতে হবে। আগামী ৬ মাসের মধ্যে কোনো শ্রমিক ছাঁটাই করতে পারবেনা। আমাদের দাবি দাওয়া মেনে নিতে হবে এবং কোম্পানি চালাতে হলে পুরোনো ম্যানেজমেন্টকে পরিবর্তন করতে হবে।
শ্রমিকদের আটকের বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে ৬ জন আটকের বিষয়টি সঠিক নয়।