বাংলারজমিন
এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় শাওন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারকুমিল্লার চান্দিনায় এনজিও’র পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মো. শাওন হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শাওন চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।
চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল আসামিরা। প্রযুক্তি ব্যবহার করে শাওনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শাওন প্রাথমিকভাবে যৌন নির্যাতনের ঘটনা স্বীকার করেছে। দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কুমিল্লার আদালতে হাজির করা হয় শাওনকে।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ই মার্চ) কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামে সন্ধ্যার পর একটি এনজিও’র পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠে। এ সময় দুইজনকে ইলেকট্রিক শকার দিয়ে শক দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন এনজিওটির পুরুষ কর্মী তারেক।