বাংলারজমিন
লালপুরের দুই শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবারনাটোরের লালপুরে মো. নয়ন আলী (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ আসামি নয়নকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছেন। এর আগে ৪র্থ শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কুজিপুকুর জোনাকীপাড়া গ্রামের মো. রঞ্জিত আলীর ছেলে নয়ন আলীকে আসামি করে থানায় মামলা করেছেন।
৪র্থ শ্রেণির ওই ছাত্রীর মা জানান, সোমবার সকালে আমার মেয়ে (১২) ও প্রতিবেশীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে (৯) নয়ন আলীর বাড়িতে তার সমবয়সী মেয়ের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় প্রথমে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে নয়ন জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে সে তার হাতে কামড় দিয়ে পালিয়ে আসে। এরপর সে আমার মেয়েকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন তার বাড়ির মধ্যে প্রবেশ করে। এ সময় নয়ন জানালা দিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তবে বিদ্যালয়ে যোগাযোগ করা হলে বিদ্যালয় ছুটি থাকায় ভুক্তভোগী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
লালপুর থানার ওসি মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে নয়নের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।