বাংলারজমিন
বকশীগঞ্জ সড়ক দুর্ঘটনা স্কুল শিক্ষিকার মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবারজামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফৌজিয়া আরেফিন (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ঘাসিপাড়া গ্রাম থেকে সকাল ৭টায় রিকশাযোগে কর্মস্থল রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে আসার পথে বকশীগঞ্জ হাইওয়ে থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শিক্ষিকাকে বহনকারী রিকশায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে শিক্ষিকা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।