বাংলারজমিন
গণদাবি ফোরামের জরুরি সভা
আসন্ন বাজেটে সিলেট বিভাগের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারসিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে আসন্ন জাতীয় বাজেটে উন্নয়নবঞ্চিত সিলেট বিভাগের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, ইত্যাদি খাতে বিশেষ বরাদ্দ দিয়ে সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। সিলেট বিভাগ গণদাবি ফোরামের এক জরুরি সভায় উপরোক্ত দাবি জানানো হয়। নগরীর সুরমা ম্যানশনস্থ ফোরামের কার্যালয়ে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সরকারের আমলে সিলেট বিভাগের জন্য গৃহীত প্রকল্পগুলো স্থগিত না করে প্রকল্পগুলোর কাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দ্রুত শুরু করার জন্য দাবি জানানো হয়। সভায় সিলেট বিভাগের বিরাজমান সমস্যা নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য কয়েস আহমদ সাগর, সাবেক মেম্বার ইরশাদ আলী, লেখক আব্দুল মালিক এডভোকেট, গীতিকার বাহাউদ্দিন বাহার, রিয়াজ উদ্দিন আহমদ, আবর মিয়া পীর, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, সিলেট-ঢাকা সড়কপথে যাতায়াত এখন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যাতায়াতে মাত্রাতিরিক্ত সময় ব্যয় হওয়ায় সিলেট থেকে সড়কপথে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এহেন অবস্থা নিরসনে সিলেটবাসীর ঈদযাত্রা সহজ করার স্বার্থে আসন্ন ঈদে সিলেটবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামের মধ্যে যাতায়াতকারী সকল ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি, যাত্রীসেবার মান উন্নয়ন, ঈদের আগে ও পরে সিলেট-ঢাকা প্রতিদিন ২টি করে বিশেষ ট্রেন চালুর দাবি জানান। একইসঙ্গে সিলেট-ঢাকা রুটে সরকারি বেসরকারি এয়ারলাইন্সসমূহের ফ্লাইট বৃদ্ধি বা অতিরিক্ত ফ্লাইট চালুর দাবি জানান। বক্তাগণ আসন্ন ঈদে সিলেট বিভাগে সুবিধাবঞ্চিত লোকদের মধ্যে নগদ অর্থ, খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণের দাবি জানান। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তরের সংবাদে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা তীব্র নিন্দা জানিয়ে জনস্বার্থবিরোধী এ ধরনের অপতৎপরতা বন্ধ করে হবিগঞ্জ মেডিকেল কলেজ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। আসন্ন ঈদে বিভাগীয় শহর পুণ্যভূমি সিলেট মহানগরীসহ সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা শহর ও প্রধান প্রধান হাটবাজারে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা, আসন্ন ঈদে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ সর্বত্র সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা গ্রহণ, চলতি বছর বর্ষা শুরুর পূর্বেই বন্যা প্রতিরোধ ও হাওর অঞ্চলের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।