বাংলারজমিন
পদ্মা নদী থেকে ৬ ড্রেজার জব্দ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবারমাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে অবৈধ ৬ ড্রেজার জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে শিবচর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের এই ড্রেজারগুলো জব্দ করা হয়। তবে প্রশাসনের অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই পদ্মানদীর চরজানাজাত, কাঁঠালবাড়ী এলাকা সংলগ্ন পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। দিনরাত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে বালু তোলে ড্রেজার দিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১৪ টি ড্রেজার আটক করে। এর মধ্যে ৮ টি ড্রেজার অকেজো এবং ৬ টি ড্রেজার শিবচর অংশে থাকায় ৬ টি ড্রেজার জব্দ করে শিবচরের পদ্মাপাড়ে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে পদ্মানদীর মুন্সিগঞ্জ এবং মাদারীপুর অংশে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো ড্রেজার দিয়ে। পরে বাল্কহেডে ভরে বালু দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হতো। স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরেই অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সাথে জড়িত। এর ফলে পদ্মার চরজানাজাত ও কাঁঠালবাড়ী এলাকাসহ পদ্মাসেতুও হুমকির মুখে বলে জানা গেছে। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ’আমরা অভিযান চালিয়ে ৬টি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’