বাংলারজমিন
সীতাকুণ্ডে প্রশাসনের আলোচনা সভা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবারচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন,সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, ঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাংবাদিক দিদার হোসেন টুটুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।