ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সোনাইমুড়ীতে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবার

সোনাইমুড়ী উপজেলার শীলমুদ গ্রামে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. নুরুল হুদার পরিবার। এ ঘটনায় নুরুল হুদা, সালমা আক্তার,রহিমা বেগম, সামছুন্নাহারকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. নুরুল হুদা।
তিনি বলেন উপজেলার ০৭ নং বজরা ইউপি শিলমুদ গ্রামের (এরাদ মুন্সী বাড়ি) ২০ই মার্চ ভূমি বিরোধের জেরে স্থানীয় কবির ভূঁইয়া,শাহ আলম, শামসুদ্দিন, মহি উদ্দিন, মেহেদী হাসান, তোফাজ্জল হোসেন তোহা,আরাফাত হোসেন, জিহাদসহ কয়েক জন ভূমি লোভী শিলমুদ মৌজার ১৭১ নং খতিয়ানের ৩৪১ নং দাগের আমাদের ভূমিতে বেড়া দিতে গেলে বাধা প্রদান করে। এতে করে তাদের সাথে আমাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বহিরাগত ১৫-২০ জন সন্ত্রাসী এনে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতে থাকা লাঠিসোঠা নিয়ে বে-আইনি জনতাবদ্ধে আমার ঘরের সীমানা অবৈধ অনুপ্রবেশ করত আমিসহ আমার পরিবারের সকলকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করে এবং বসতঘর ভাংচুর করে। এতে তাদের হামলায় নুরুল হুদা, পুত্রবধূ সালমা আক্তার, রহিমা বেগম ও সামছুন্নাহার কে মারাত্মক মারধর মিলাফুলা জখম করে। পরে ৯০ ঊর্ধ্ব সামছুন নাহার কে গাছের সাথে বেধে রেখে শাহ আলম গং লোকজন।তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রানে হত্যা করবে মর্মে হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নুরুল হুদা বাদি হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করে। বিবাদী বিভিন্নভাবে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী নুরুল হুদা সহ তার পরিবার তার সম্পত্তি জোর পূর্বক দখলকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status