বাংলারজমিন
মীরসরাইয়ে জমি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রে নালিশ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারচট্টগ্রামের মীরসরাইয়ে জমি দখলের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী সলিমা বেগম মঙ্গলবার (২৫ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগে সলিমা বেগম উল্লেখ করেন, মীরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে তাঁর কেনা সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী আলাউদ্দিন রিপন ও সাইদুল ইসলাম জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। তিনি জানান, অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাঁকে ও তাঁর মেয়েকে হুমকি দিচ্ছেন। সলিমা বেগমের অভিযোগ, এই কাজে মদদ দিচ্ছেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য ও ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন। তিনি ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাইনউদ্দিনকে দিয়ে জমি দখলের কাজটি করাচ্ছেন। লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত সাইদুল ইসলাম একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সলিমা বেগম আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। লিখিত আবেদনের সঙ্গে সংযুক্তি হিসেবে আদালতের আদেশ, থানার নোটিশ এবং এ সংক্রান্ত কয়েকটি সংবাদপত্রের কাটিং জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগী সলিমা বেগম জানান, তিনি স্থানীয়ভাবে বিচার না পেয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন। তিনি আশা করেন, দল এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা তোবারক হোসেন বলেন, অভিযোগকারী সলিমা বেগমকে আমি চিনি না। শুধু অভিযোগ করলে তো হবে না। আমার জায়গা-জমি মানুষ খাচ্ছে, আমি কেন অন্যের জমি দখলে মদদ দিতে যাব? যে জমির কথা বলছেন, সেখানে মালিকানা নিয়ে পারিবারিক ঝামেলা আছে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে হস্তক্ষেপ করার প্রশ্নই আসে না।
অভিযোগের বিষয়ে জানতে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাইনউদ্দিনের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।