ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘হাসিনার শাসনামলে সাংবাদিকদের সঙ্গে মন খুলে কথা বলতে পারিনি’

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবার

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে আমরা সাংবাদিকদের সঙ্গে মন খুলে কথা বলতে পারিনি। বিভিন্ন ধরনের বিধি-নিষেধের কারণে সংবাদ সম্মেলন করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর সাংবাদিকদের সঙ্গে বসতে পারছি এবং মন খুলে কথা বলতে পারছি। সোমবার সন্ধ্যায় মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে  মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিতা বলেন, মিডিয়া ট্রায়ালের কথাটা কেন এসেছে সেটা আপনারা সবাই জানেন। আমাদের দলীয় নেতাকর্মীরা যদি কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় এবং তার সত্যতা যদি সঠিকভাবে পাওয়া যায় আমরা শাস্তি দেয়ার জন্য প্রস্তুত আছি। সত্য ঘটনার উপর নিউজ হলে আপনাদের সঙ্গে আছি। কিন্তু অসত্য নিউজ মেনে নেবো না।
আফরোজা খান রিতা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন, যত তাড়াতাড়ি দেশে নির্বাচিত সরকার আসবে ততই দেশের জন্য মঙ্গল। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করতে হবে। এসময় রিতা আরও বলেন, আমরা মানিকগঞ্জকে সারা বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তার জন্য সাংবাদিকদের সহযোগিতা লাগবে। আসুন সাংবাদিকসহ আমরা দলীয় নেতাকর্মীরা সবাই মিলে সুন্দর মানিকগঞ্জ জেলা গড়ে তুলি।
জেলা বিএনপি’র আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের পিপি বিএনপি নেতা এডভোকেট নুরতাজ আলম বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোকসেদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন প্রমুখ। এ ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক  ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিককে ইফতার এবং রাতে নৈশভোজের আয়োজন করা হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status