ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসুদের মিছিলে হামলা, আহত ২৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবার
mzamin

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার রাতের দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এসব তথ্য মানবজমিনকে নিশ্চিত করেন। 

জানা যায়, সোমবার দিনব্যাপী উপজেলার জাহাজমারা ইউনিয়নে বিভিন্ন এলাকাতে পথসভা ও উঠান বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান  মাসুদ। ইফতারের আগে তিনি পথসভা শেষ করে জাহাজমারা বাজারে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করেন। মিছিল চলাকালীন কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে জাহাজমারা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা জাহাজমারা বাজারে একটি মিছিল বের করেন। ওই সময় দুটি মিছিল মুখোমুখি হলে উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপি’র মিছিল থেকে হান্নান মাসুদের মিছিলে হামলা করে।

এতে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মাসুদ তার দলীয় নেতাকর্মী ও সাবেক চেয়ারম্যান মালিশিয়া আজাদ, সিরাজ চেয়ারম্যান, নিঝুম দ্বীপের চেয়ারম্যান মেরাজ পার্টিকে নিয়ে রাস্তায় বসে পড়েন। এ সময় তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এভাবে ২ ঘণ্টা হান্নান মাসুদ রাস্তা অবরোধ করে রাখলে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে হান্নান মাসুদের মাথায় ইট লেগে তিনি আহত হন। হাতিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপি’র নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্বদিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এই সময় তারা আমাদের মিছিলে হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এতে টানটান উত্তেজনা চলছে। 

এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা মানবজমিনকে বলেন, আজকে জাহাজমারা বাজারে হাটবারের দিন ছিল। এনসিপি’র নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়। এতে লোকজন বিরক্ত হয়। একপর্যায়ে সবাই মিলে তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। যখন হান্নান মাসুদ ও তার নেতাকর্মীরা রাস্তা থেকে সরে নাই, তখন বিএনপি’র নেতাকর্মীরা লোকজন জড়ো করে হামলা করে। এ ঘটনায় দু’গ্রুপের আনুমানিক ১৫ জন আহত  হয়েছে। ওসি আজমল হুদার ভাষ্যমতে  সোমবার রাত পৌনে ১১টা নাগাদ দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করেছি। এই নিয়ে পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে।  
 

পাঠকের মতামত

৫ অগাস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সর্বত্র অতি সল্প সময়ের জন্য পারস্পরিক আক্রমণের প্রবণতা দেখা দেয়। ভারত এ পরিস্থিতিকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বলে সারা দুনিয়ায় প্রচার করে। আমাদের সরকার প্রধান ড.ইউনূস সারা দুনিয়াকে জানিয়ে দিল ' বাংলাদেশে কোন সংখ্যালঘু আক্রমণ হয় নাই। যতটুকু হয়েছে তা নিতান্তই রাজনৈতিক এবং বিপ্লব/অভ্যুত্থান উত্তর পরবর্তী সময়ে সারা দুনিয়ায় যা ঘটে, বাংলাদেশে ও তা ঘটেছে, তবে অতি নগন্য।' নতুন দলের নেতা হান্নান মাসুদের ক্ষেত্রেও তা ই ঘটেছে। হান্নান মাসুদ তার এলাকায় আওয়ামীলীগ/যুবলীগ/ছাত্রলীগের সব খুনি, চোর ডাকাত, ধর্ষক, BNP র বহিষ্কৃত গুপ্ত রাজাকার এবং গুপ্ত জামাত/শিবিরের লোক জনকে নিয়ে যখন মিছিল করে, এলাকার লোকজন এসব চিন্হিত অপরাধীদের দেখে প্রতিহত করার চেষ্টা করে। হান্নান মাসুদ নিজের মিছিলের চিন্হিত অপরাধীদের বাঁচাতে গিয়ে ক্রস হাতাহাতির মধ্যে পড়ে একটু চোট লাগে। হান্নান মাসুদ রা সর্বত্র ই এখন আওয়ামীলীগ/BNP র বহিষ্কৃত গুপ্ত রাজাকার/গুপ্ত জামাত শিবির নিয়ে দল পাকাচ্ছে।

সিরু
২৬ মার্চ ২০২৫, বুধবার, ৪:৩৩ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status