ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বেতন ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা

পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার
mzamin

পুলিশের লাঠিচার্জে আহত টিএনজেড অ্যাপারেলস-এর পোশাক শ্রমিক নাসরিন ব্যথায় কাতরাচ্ছেন ছবি: জীবন আহমেদ

শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করতে যাওয়া পোশাক শ্রমিকদের ওপর রাজধানীর পল্টন মোড়ে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। গতকাল বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকেরা শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। গত রোববার থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক কর্মচারীরা। 

তিন মাসের বকেয়া বেতন, ঈদের বোনাসসহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলন করছে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী। গতকাল তৃতীয় দিনের মতো তারা দাবি আদায়ে সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনরত শতাধিক শ্রমিক সকাল সাড়ে ১১টার দিকে শ্রম ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। এতে জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডের পুলিশের ব্যারিকেডে বাধার সম্মুখীন হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পল্টন মোড়, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পোশাক শ্রমিক মো. তাজুল ইসলাম  বলেন, তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকার জন্য আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি নিয়ে কেউ কিছু বলছে না। তাই বিষয়টির সুরাহা যেন কেউ করে তার জন্য আমরা সচিবালয়ে যেতে চেয়েছি। কিন্তু পল্টন মোড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে সবাই ছত্রভঙ্গ হয়ে যাই। রমজান আলী নামের আরেক শ্রমিক বলেন, আমরা তিনদিন ধরে আন্দোলন করছি। তারা এসি রুমে বসে আছে আর আমরা রাস্তায় বসে আমাদের ন্যায্য টাকার দাবিতে আন্দোলন করছি। কেউ কোনো সমাধানের কথা বলছে না। বাধ্য হয়ে আমরা সচিবালয়ের দিকে গিয়েছি। কিন্তু পুলিশ আমাদের মারপিট করেছে। আমাদের কয়েকজন আহত হয়েছে।

গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আমাদের মোট ৩০-৩৫ জন আহত হয়েছে। একজনকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর দুপুর ১টার দিকে পোশাক শ্রমিকরা আবারো বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নেয়। বিকাল তিনটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, শ্রম ভবনের সামনে প্রায় শতাধিক পোশাক শ্রমিক অবস্থান করছেন। তারা বকেয়া বেতন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা বলছেন। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে থাকেন। আন্দোলনরত শ্রমিক শেখ ফরিদ বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি। আজ পুলিশ আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status