খেলা
আরও দু’দিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তামিম, নেয়া হবে থাইল্যান্ডে
স্পোর্টস রিপোর্টার
২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
হৃদরোগে আক্রান্ত তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে স্থানান্তর করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক বিপদ কেটে যাওয়ার পর সুস্থ হয়ে উঠছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এখন উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশে নেয়ার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকেই অল্পস্বল্প হাঁটা শুরু করেছেন তামিম। অল্পস্বল্প সলিড খাবার খেতে পারছেন। এভারকেয়ারে আনার পর তামিমের শারীরিক পরীক্ষা করে আশাব্যঞ্জক ফল পেয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন শুরুর চিকিৎসা প্রক্রিয়া ভালো হওয়ায় তামিম দ্রুত উন্নতি করছেন। তবে তাকে অন্তত আরও দু’দিন এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর বিসিবি পরিচালক ও তামিম ইকবালের চাচা আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’
তামিমকে বিদেশে নেওয়ার জন্য ইতিমধ্যে ভিসা প্রক্রিয়ার কাজও শুরু হয়ে গেছে। সিঙ্গাপুরের ভিসা রয়েছে তার। থাইল্যান্ডের ভিসা করার প্রক্রিয়া চলছে। এই দুই দেশেই যাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’
এর আগে সোমবার সকালে বিকেএসপিতে হটাৎ ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে এক দফায় স্থানীয় কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফেরেন। সিদ্ধান্ত নেওয়া হয় তাৎক্ষণিক ঢাকায় ফিরবেন। সেই মোতাবেক হেলিকপ্টারে উঠছিলেন, কিন্তু তার আগেই ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন দেশসেরা এ ওপেনার। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগান চিকিৎসকরা।
শুরু থেকেই তামিমের সুস্থতা কামনায় স্ট্যাটাস দিয়েছেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। গতকাল পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সামাজিক মাধ্যমে তামিমের সুস্থতার জন্য শুভ কামনা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো,’ সঙ্গে যোগ করেন মোনাজাতের ইমোজি। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা লিখেছেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনে মন খারাপ হয়ে গেল। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দিক এবং তোমার প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিক। যারা এই বার্তাটি দেখছেন, দয়া করে তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।’
পাঠকের মতামত
এদেশে যত ভালো চিকিৎসাই হোক না কেনো শেষ ভরসা কিন্ত বিদেশী চিকিৎসার উপরেই। আসলেই দু:খ জনক, আমরা আমাদের ভরসা করতে পারছি না।
এভারকেয়ার একটি ব্যাবসাবান্ধব বেসরকারী হাসপাতাল।একজন সুস্হ মানুষকে তারা আরো দুইদিন অবজারভেশন করবেন।রাখতে পারলেই তো টাকা অর্থাৎ ব্যাবসা।এটা শুধু তামিম স্যার বলে নয়।ওরা পয়সাওয়ালা পেলেই এই কাজটা সুচারু ভাবে করে।ওরা কেন সকল বেসরকারীরাই এটা করে থাকে।