ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বিশ্বকাপ জয়ের সুবর্ণজয়ন্তীতে উৎসবের পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক

(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১:৪৩ অপরাহ্ন

mzamin

১৯৭৫ সালের ২১শে জুন। ক্রিকেটজগৎ পেয়েছিল প্রথম বিশ্বচ্যাম্পিয়নকে ওয়েস্ট ইন্ডিজকে। লর্ডসের মাঠে প্রথম বিশ্বকাপ ছোঁয়া ক্যারিবীয়দের চলতি বছরের জুনে ৫০ বছর পূর্তি হবে। আর এ উপলক্ষে বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।  গত সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দেন সিডব্লুআইয়ের সভাপতি ড. কিশোর শ্যালো।   

স্পোর্টসম্যাক্স ওয়েবসাইটের বরাত দিয়ে শ্যালো বলেন, ‘এ বছর আমরা ১৯৭৫ সালে আমাদের প্রথম বিশ্বকাপ জয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবো। আমরা পরিকল্পনার একেবারে শেষ ধাপে আছি। এখন শুধু কয়েকটি বিষয় চূড়ান্ত করা বাকি রয়েছে। এটি হলে, এ বছর আমাদের বার্ষিক পঞ্জিকার একটি মূল ঘটনা হবে।’    

শ্যালো আরও বলেন, ‘আমাদের মধ্যে এখনো (প্রথম বিশ্বকাপজয়ী) ১২ জন কিংবদন্তি জীবিত আছেন। আমরা বার্বাডোজে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের সেই সাফল্য উদ্যাপন করতে যাচ্ছি।’

১৯৭৫ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের ১৪ জনের মধ্যে এখনো জীবিত থাকা ১২ জন সদস্য হলেন ক্লাইভ লয়েড (৮০), ভিভ রিচার্ডস (৭৩), গর্ডন গ্রিনিজ (৭৩),রোহান কানহাই (৮৯),অ্যালভিন কালীচরণ (৭৬),ডেরিক মারে (৮১),অ্যান্ডি রবার্টস (৭৪), বার্নার্ড জুলিয়েন (৭৫),ভ্যানবার্ন হোল্ডার (৭৯),কলিস কিং (৭৩), ল্যান্স গিবস (৯০) ও মরিস ফস্টার (৮১)।
লর্ডসে প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ৮৫ বলে ১০২ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা অধিনায়ক ক্লাইভ লয়েড নিজে।

প্রথম বিশ্বকাপ জয়ের চার বছর পর একই মাঠে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে ক্যারিবিয়ানরা। সেবার বিশ্বকাপ না খেললেও স্কোয়াডে ছিলেন কিংবদন্তী পেসার মাইকেল হোল্ডিং। এ বিষয়ে হোল্ডিং বলেন, ‘আমি মনে করি এটি একটি দুর্দান্ত পরিকল্পনা। আমি উদযাপনের বিস্তারিত জানি না, তবে আমাদের অর্জনগুলো উদযাপন করার ধারণাটা দারুণ।’  

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status