খেলা
এসএসসি পরীক্ষায় না বসে শ্রীলঙ্কায় যাচ্ছেন তামিম
স্পোর্টস ডেস্ক
(২৩ ঘন্টা আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ২:৩৭ অপরাহ্ন

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেখানে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইয়াং টাইগাররা। এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। প্রথমে সফরে অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও অবশেষে নিশ্চিত হয়েছে যে, লঙ্কা সফরে যাচ্ছেন তিনি। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন তামিম।
আগামী ১০ই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। যশোরের একটি স্কুল থেকে এই পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তামিমের। তবে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের জন্য এবার বসবেন না এসএসসি পরীক্ষায়।
তামিমের নেতৃত্বই টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় করে বাংলাদেশের যুব দল। চলতি ঢাকা প্রিমিয়ার লীগেও দারুণ ছন্দে ছিলেন আজিজুল হাকিম তামিম। অধিনায়কত্ব করছেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে। তাই বর্তমান সময়টাকে ক্রিকেটের পেছনেই দিতে চাচ্ছেন এ ১৭ বছর বয়সী ক্রিকেটার। জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল। তবে তামিম এবং তামিমের পরিবারের সম্মতিতেই যাচ্ছেন শ্রীলঙ্কাতে।
আগামী ২৪শে এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করবে বাংলাদেশ যুবারা। এরপর ২৬শে এপ্রিল প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হব। দ্বিতীয় ওয়ানডে হবে ২৮শে এপ্রিল।
আগামী পহেলা মে, ৩ মে, ৬ মে ও ৮ মে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।