খেলা
পিএসএলে পুরো সময় খেলবেন লিটন-রিশাদ, পরে যোগ দেবেন নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, শুক্রবার
পাকিস্তান সুপার লীগে (পিএসএল) এবার পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। তবে পেসার নাহিদ রানা পাকিস্তান যাবেন আসর শুরুর দুই সপ্তাহ পর। এই শর্তেই তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ‘গোল্ড’ বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকে নাহিদকে দলে নেয় পেশাওয়ার জালমি। এছাড়া করাচি কিংসে লিটন ও লাহোর কালান্দার্সে রিশাদ ডাক পান। পিএসএলের দশম আসর শুরু হবে আগামী ১১ই এপ্রিল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু ২০শে এপ্রিল। এ কারণে লিটন, রিশাদ ও নাহিদ পিএসএলে খেলার অনাপত্তি পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে বিসিবি এবার ভিন্ন পথে হেঁটেছে। বিসিবি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানাবে না যে কতদিনের জন্য তাদের পিএসএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে বোর্ডের একটি সূত্র দৈনিক মানবজমিনকে জানায়, লিটন ও রিশাদ পুরো সময়ই থাকতে পারবেন পিএসএলে। আর রানা যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর। ২৬শে এপ্রিল থেকে পিএসএলে ম্যাচ খেলতে পারবেন নাহিদ। ততদিনে ৫টি ম্যাচ খেলে ফেলবে তার দল পেশোয়ার। ফলে শুরুর দিকে বাংলাদেশের এই স্পিডস্টারের সার্ভিস পাবে না দলটি। নাহিদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে সংশয় থাকলেও ভার্চুয়াল ড্রাফটের মাধ্যমে নতুন কাউকে দলে নেয়নি পেশোয়ার।
আর পুরো সময় ছাড়পত্র পেলেও করাচির একাদশে জায়গা পাওয়া নিয়ে লিটনকে লড়তে হবে নিউজিল্যান্ডের টিম সাইফার্টের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে কয়েকদিন আগে হওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩৮ বলে ৯৭ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্লেয়ার্স ড্রাফটের দিনই অবশ্য করাচির অধিনায়ক শান মাসুদ বলেছিলেন, সাইফার্টের বিকল্প ভাবনায় লিটনকে নিয়েছেন তারা। পিএসএলে ডাক পাওয়া ৩জনের মধ্যে অনাপত্তিপত্র নিয়ে সবচেয়ে কম চিন্তায় ছিলেন রিশাদ। আপাতত টেস্ট দলের পরিকল্পনায় না থাকায় তার পিএসএলে যাওয়া মোটামুটি নিশ্চিতই ছিলো। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে ডাক পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে একটিতেও যেতে পারেননি তিনি। পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সি দিয়ে দেশের বাইরের লীগে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের।