খেলা
প্রতিশ্রুতি দিয়ে গেলেন হামজা চৌধুরী
স্পোর্টস রিপোর্টার
২৮ মার্চ ২০২৫, শুক্রবার
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে দলের সঙ্গে শিলং থেকে দেশে ফিরে এক রাতের মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন শেফিল্ড ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার। যাওয়ার আগে জানিয়েছেন, জুনে আবারও বাংলাদেশে আসবেন তিনি। বিমানবন্দরে পরিবারের সঙ্গে শেষবার দেখা করেন হামজা।
গত ১৭ই মার্চ সকালে বাংলাদেশে আসেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে খেলা এই মিডফিল্ডার। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫শে মার্চ অভিষেক ম্যাচ খেলে বুধবার ঢাকায় ফিরেছিলেন। পরদিন সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। সকাল পৌনে ১০টায় ঢাকা থেকে সিলেট হয়ে এরপর একই ফ্লাইটেই দুপুর পৌনে ১২টার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা হন হামজা চৌধুরী। হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের প্রতি সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে। ঢাকা ছাড়ার আগে ভক্তদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা বলেন জুনে দুটি ম্যাচের জন্য আবার দেশে ফিরবেন তিনি। এক ভিডিও বার্তায় ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা এই ফুটবলার বলেন, ‘আমি বোঝাতে পারবো না আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল।
সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আমি জুনে আবার ফিরে আসবো। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। জুনে বড় দুটি ম্যাচের সময় আবার দেখা হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ই জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ম্যাচ দুটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামটির সংস্কার এখনো চলমান। সেই সময়েই আবার লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে হামজাকে।