ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সহজ ম্যাচ জিতেও ক্ষুব্ধ বার্সা কোচ ফ্লিক

স্পোর্টস ডেস্ক

(৫ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন

mzamin

বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিপক্ষে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এ নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। তবে এ নিয়েও সন্তুষ্ট নন কোচ হান্সি ফ্লিক। 

ফ্লিকের মতে, জোর করে ম্যাচ খেলানো এবং ফুটবলারদের ইনজুরির জন্য চড়া মূল্য দিতে হবে বার্সা দলকে। শেষ ম্যাচটিতে চোটে পড়েন বার্সেলোনার দানি ওলমো। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। তবে ম্যাচের ২৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এছাড়া আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়দের ফিটনেস এবং ইনজুরির কারণে বার্সার বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়ও মাঠে অনুপস্থিত ছিলেন। আর এ সবকিছুই যেন মানসিকভাবে শান্তি দিচ্ছে না ফ্লিককে। 
শেষ ম্যাচের সময়সূচি ছিল চলতি মাসের শুরুর দিকে। তবে দলের চিকিৎসক মারা যাওয়ায় ম্যাচ পিছিয়ে আনা হয়। আর তা নিয়ে আপত্তি ছিল দু’দলেরই। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর ম্যাচটির দিন ঠিক করে লা লিগা কর্তৃপক্ষ। জাতীয় দলের ম্যাচের বিরতি কাটিয়ে ওঠার আগে প্লেয়ারদের মাঠে নামায় ইনজুরিতে পড়ার শঙ্কা থাকে সবসময়ই।  এদিন মাঠের মধ্যভাগের স্পেনীয় ফুটবলার দানি ওলমো চোটে পড়ার পর তাই ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ।  

ফ্লিক বলেন, ‘ যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেয়া হয়েছে, সেটির সেরাটা আজকে আমরা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না দলের জন্য। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে (দানি ওলমোর ইনজুরি), যা মোটেও ভালো কিছু নয়। ’ ম্যাচ শেষে ফ্লিক ফুটবলারদের প্রতি বাড়তি নজর দেয়ার আহ্বানও জানান। 

‘আমরা জানি না, কতদিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়। ফুটবলারদের কথা শুনতে হবে আমাদের। এটা গুরুত্বপূর্ণ। কোচদের কথা শুনতে হবে। এই গ্রীষ্মে আবার ক্লাব বিশ্বকাপ আছে। খুবই কঠিন। নেশন্স লিগ, আন্তর্জাতিক ম্যাচের বিরতিৃ.। আমার মনে হয়, এই ক্লাব বিশ্বকাপ ব্যাপারটি ভালো কিছু নয়। অনেক অর্থ আয় করা যাবে, কিন্তু ফুটবলারদের জন্য ভালো কিছু নয়। একটা জায়গায় থামতে হবে আমাদের এবং ফুটবলারদের কথা ভাবতে হবে।’   
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status