খেলা
২২ রানে ৭ উইকেট পতন পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক
(৪ দিন আগে) ২৯ মার্চ ২০২৫, শনিবার, ২:৪১ অপরাহ্ন

রান তাড়ায় সঠিক পথেই ছিল পাকিস্তান। ৩৪৪ রানের জবাবে দারুণ খেলছিলেন বাবর আজম। ৮২ বলে ৭৮ রান নিয়ে ব্যাটিং করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। অন্য প্রান্তে ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা। জিততে পাকিস্তানের দরকার তখন ৬৯ বলে ৯৬ রান। হাতে ৭ উইকেট। এমন সময়ে উইল ও রুর্কের বলে পুল করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দেন বাবর। এর পরেই ধস নামে পাকিস্তান শিবিরে। ৩ উইকেটে ২৪৯ রান পাকিস্তান শেষ ২২ রান তুলতে হারায় ৭ উইকেট। ব্যাটিং অর্ডারের শেষ ৬ জন মিলে করেন মাত্র ৩ রান। গুটিয়ে গেছে ২৭১ রানে। তাতে নেপিয়ারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জুটেছে ৭৩ রানের হার।
রান তাড়ায় পাকিস্তানের শুরুটা হয় ভালোই। ৩৩ বলে ৩৯ রান করে উসমান খান যখন আউট হন, পাকিস্তানের রান তখন ১২.৪ ওভারে ৮৩। স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করে ফেরেন আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। ৩৬ রান করেছেন তিনি। এরপর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও বাবর ৭৬ রানের জুটি গড়েন। রিজওয়ান ৩০ রান করে ফিরলে সালমানকে নিয়ে বাবর গড়েন ৫৯ বলে ৮৫ রানের জুটি। এই জুটিই মূলত পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়। তবে বাবরের আউটের পর একে একে ফিরে যান ইরফান খান, নাসিম শাহরা। নবম ব্যাটসম্যান হিসেবে সালমান আউট হন ৫৮ রান করে।
এর আগে বল হাতেও পাকিস্তান পেয়েছিল দারুণ শুরু। দলীয় ৫০ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ড্যারিল মিচেলকে নিয়ে ১৯৯ রানের জুটি গড়েন মার্ক চ্যাপম্যান। ১১১ বলে ১৩২ রান করেন চ্যাপম্যান। আর শেষ দিকে ২৪ বলে ফিফটি করে দলের রান ৩৪৪-এ নিয়ে যান অভিষিক্ত মোহাম্মদ আব্বাস। মাত্র ২৪ বলে অভিষেকে হাফসেঞ্চুরি করেন এই ব্যাটার।