ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

নারী ওয়ানডে বিশ্বকাপ

বিশ্বকাপ খেলতে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের

স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২৫, রবিবারmzamin

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জিতলেই সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেতো বাংলাদেশ নারী ক্রিকেট দল। হার দিয়ে সিরিজ শুরু করা নিগার সুলতানা জ্যোতির দল দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরেও দাঁড়ায়। কিন্তু শেষ ম্যাচে হেরে সব আশা শেষ হয়ে যায় তাদের। এখন বিশ্বকাপ খেলতে গেলে বাছাইপর্ব উৎরাতে হবে নাহিদা-মারুফাদের। ৯ই এপ্রিল লাহোরের সিটি ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের।

১০ই এপ্রিল একই মাঠে জ্যোতির দলের প্রতিপক্ষ থাইল্যান্ড। দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আর ১৫ই এপ্রিল স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে লড়াই করতে হবে জ্যোতি-নাহিদা আক্তারদের। লাহোর ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগ্রেসদের খেলা ১৭ই এপ্রিল। দুইদিন পর জ্যোতিরা খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দু’টি দল জায়গা করে নেবে ভারত বিশ্বকাপ। অক্টোবরে হতে যাওয়া নারী বিশ্বকাপে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।

বাংলাদেশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কয়েকদিন আগেই ক্যারিবীয় নারীদের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগ্রেসরা। পাকিস্তানকে ওদের ঘরের মাঠে হারানো মোটেও সহজ হবে না বাংলাদেশ দলের জন্য। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে অধিনায়ক জ্যোতি বলেন, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ একটু এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডও ভালো দল। তবে আপনাকে বিশ্বকাপ খেলতে হলে এখানে সব ম্যাচ জিততে হবে।’ বিশ্বকাপ বাছাইয়ের জন্য গত ২২শে এপ্রিল থেকে শুরু হয় নারী দলের ক্যাম্প। যেখানে সব কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বাছাই পর্বে দিনের ম্যাচ সকাল ১০টায় এবং দিবারাত্রির ম্যাচগুলো দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। সেটা মাথায় রেখে ফ্ল্যাডলাইটের নিচেও অনুশীলন ও ম্যাচ খেলেছেন জ্যোতি-স্বর্ণারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী দলের অন্যতম সমস্যা ব্যাটিং। জ্যোতি ছাড়া আর কেউ নির্ভরযোগ্য হতে পারছেন না। যদি কেউ রান করছেন তাহলে স্ট্রাইক রেট থাকছে খুবই কম। এতে করে দল চাপে পড়ছে। 

এই সমস্যা থেকে বের হতে জাতীয় পুরুষ দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে রাখা হয় এবারের অনুশীলন ক্যাম্পে। হ্যাম্প এর আগে পাকিস্তান নারী দলের হেড কোচ ছিলেন। ফলে তাদের শক্তিমত্তা, দুর্বলতা ও পাকিস্তানের কন্ডিশনও ভালো জানা তার। এই অভিজ্ঞতাও তিনি জ্যোতিদের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। তবে পাকিস্তানের উইকেট সবসময় ব্যাটিং স্বর্গ হয়ে থাকে। সেক্ষেত্রে বড় সংগ্রহ গড়তে না পারলে পিছিয়ে পড়তে হবে। আর এখানেই সবচেয়ে বড় সমস্যা টাইগ্রেসদের। ফলে বাছাইপর্বে এই জায়গা নিয়েই বাড়তি চিন্তা থাকবে টিম ম্যানেজমেন্টের। বোলিং আক্রমণ নিয়ে খুব বেশি চিন্তা নেই, স্পিনে স্বর্ণা-নাহিদা, পেস আক্রমণে মারুফা, রিতু মণিরা দারুণ ছন্দে আছেন। তবে বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দিতে হবে ব্যাটারদের। তবে গেল নারী প্রিমিয়ার লীগে বেশ ভালো উইকেটে খেলা হয়েছে। বড় দলগুলো ভালো রান করেছে নিয়মিত, এটা ভালো বিষয়। নারী ডিপিএলে ভালো উইকেটে খেলায় পাকিস্তানে গিয়ে বাড়তি আত্মবিশ্বাস পেতে পারেন ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নির্ভর করছে ব্যাটারদের ওপর। আর সেক্ষেত্রে সোবহানা মোস্তারি আর জ্যোতিকে নিতে হবে বাড়তি দায়িত্ব। 

অনুশীলন ক্যাম্পে পুরোপুরিভাবে ছিলেন না সহ-অধিনায়ক নাহিদা আক্তার। তবে ভালো খবর, তিনি ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন। এরইমধ্যে বোলিংও শুরু করেছেন। ইনজুরি ছিল মারুফা আক্তারেরও, তিনিও ফেরার অপেক্ষায় আছেন।

নারী দলের ক্যাম্প শেষ হয়েছে গতকাল। আজ থেকে ঈদের ছুটিতে থাকবেন তারা। তবে ছুটি লম্বা হচ্ছে না তাদের, বাড়ি যাওয়ার সুযোগ নেই। আগামী ২রা এপ্রিল রিপোর্ট করতে হবে ক্রিকেটারদের। পরদিন বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে জ্যোতির দল।  
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status