বিনোদন
পাইরেসির কবলে ‘বরবাদ’, বিশেষ বার্তা শাকিবের
স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বহু প্রতিক্ষীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরেই পাইরেসির কবলে পড়েছে এই সিনেমা। বিষয়টি প্রকাশ্যে আসার পরই আইনি সহায়তা নিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। জানা যায়, রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি নিয়ে চুপ থাকেননি শাকিবও। দর্শকের উদ্দেশ্যে দিয়েছেন বিশেষ বার্তা এবং পাইরেসি বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাইরেসি নিয়ে একটি পোস্ট দেন শাকিব। সেখানে পাইরেসিকে রুখে দিতে সবাইকে এগিয়ে আসতে বলেন। তিনি বলেন, বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকতে হবে। প্রেক্ষাগৃহে কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করতে হবে। প্রয়োজনে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।
সবশেষে শাকিব স্ট্যাটাসে লেখেন, দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। সুতরাং পাইরেসিকে না বলুন। এদিকে, সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘বরবাদ’ মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছি। কিন্তু হল থেকে মুঠোফোন বা ক্যামেরা দিয়ে যারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাদের জন্য আইনত ব্যবস্থা নেয়া খুবই জরুরি ছিল। এটা যাতে কেউ না করেন, তা জানিয়ে একটি পোস্টও দিয়েছিলাম। তবে সিনেমার পুরো একটি কপি টেলিগ্রামে ঘুরছে, তারপর আমরা থানায় সাধারণ ডায়েরি করি। মামলার প্রস্তুতি নিচ্ছি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ এ শাকিব খানের বিপরীতে রয়েছেন ইধিকা পাল। এ ছাড়াও অভিনয় করেছেন- যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ।