ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ: ডিজি

নাটোর প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিসিএস থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। সেইসঙ্গে একাডেমিক পদায়নের জন্য সুপারনিউমারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার ২৫০ শয্যার নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এসব তথ্য জানান।
এ সময় মহাপরিচালক সাংবাদিকদের বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দিয়েছি। এ ছাড়া গুরুতর আহত ৪০ জনকে দেশের বাহিরে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব অর্পণ করেছে। এর আগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। রোগীদের সমস্যা এবং সঠিক চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ ছাড়া চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আনিছুজ্জামান পিয়াস, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত

খুবই ভালো উদ্যোগ তবে বাস্তবায়ন খুব দৃঢ় গতিতে চলছে আর একটা কথা মনে রাখতে হবে চিকিৎসকনের নিয়োগী যথেষ্ট নয় তারা যাতে স্বাচ্ছন্দে দায়িত্ব পালন করতে পারে তার জন্য তাদের প্রয়োজনীয় আবাসিক ব্যবস্থা স্বাস্থ্যসম্মত খাবার এবং যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করা হয় সেটা একসাথে করলেই ফলাফল পাওয়া যাবে তা নাহলে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।

সাহিল
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৪৮ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status