বাংলারজমিন
রায়পুরে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৫, শনিবারলক্ষ্মীপুরের রায়পুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে চরবংশী এলাকার এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার চরবংশী এলাকায়। অভিযুক্ত আল-আমিন মাঝি (৩৫) উপজেলার চরবংশী এলাকার রফিক মাঝির ছেলে। সে ইউনিয়ন যুবলীগের কর্মী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে যুবলীগ কর্মী আল-আমিন এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আটক করে পিটিয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আল-আমিনকে আটক করে। স্থানীয়রা ঘটনার তদন্ত করে আল-আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তার বিরুদ্ধে গত ৪ঠা আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও রয়েছে। রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয়রা যুবলীগ কর্মী আল-আমিন মাঝিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তবে এখনো কিশোরীর পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।