বাংলারজমিন
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, বাবা-মেয়ে নিহত
নাটোর প্রতিনিধি
(১ সপ্তাহ আগে) ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বগুড়া সদর কৈপাড়া এলাকার আবুল কাশেম মন্ডলের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার মেয়ে সামাইরা খাতুন (২)। আহতরা হলেন- প্রাইভেটকার ড্রাইভার ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাবলা গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক বাবা-মেয়েকে মৃত ঘোষণা করেন। নিহত শাকিলের স্ত্রী ওই হাসপাতালে ভর্তি আছেন। ড্রাইভারকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বপনাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’