বাংলারজমিন
আজমিরীগঞ্জে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৫, শনিবারহবিগঞ্জের আজমিরীগঞ্জ যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদুর রশীদ ঝলক ও পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলুর সমর্থকদের ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত প্রায় ৮টায় সদর থানার সামনের এলাকায় এ ঘটনা। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। যার মধ্যে ১০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যুবদল নেতা দিলুর গ্রুপের নেতা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান তার ফেসবুকে যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদুর রশীদ ঝলকের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের মন্তব্যে ঝলক গ্রুপের সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকাশের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এই কমেন্ট করার জেরেই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাসান জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট নিয়ে ১নং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ এবং আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।