বাংলারজমিন
লোহাগাড়া ট্রাজেডি
না ফেরার দেশে প্রেমাও, বেঁচে রইলো না পরিবারের কেউই
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
(২ দিন আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনিয়া ইসলাম প্রেমা (১৮) মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ১১ জনের। এর আগে বুধবার সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা যান ১০ জন। এদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য রফিকুল ইসলাম শামীম (৪৬) ও তার স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫), তাদের দুই মেয়ে ৮ বছরের লিয়ানা এবং ১৪ বছরের আনিশা আক্তার, শামীমের ভাগনিসহ ১৬ বছরের তানিফা ইয়াসমিন (১৬) নিহত হন। এর পর থেকে দুর্ঘটনায় আহত প্রেমা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে শামীম-সুমি দম্পতির বড় মেয়ে।
চমেক হাসপাতালের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানান, গুরুতর আহত প্রেমার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। প্রেমার মামি জেসমিন রহমান বলেন, ডাক্তাররা চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি। পরিবারের সবাই চলে গেল। চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হারুনুর রশিদ বলেন, দুপুর ১২টায় প্রেমাকে মৃত ঘোষণা করা হয়।