ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

লড়াইয়ের জন্য প্রস্তুত

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

মানবজমিন ডেস্ক

(২২ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৬ অপরাহ্ন

mzamin

বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যান্য দেশ কর্তৃক মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্কের বিপরীতে রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পারস্পরিক শুল্কের একটি ধারা চালু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর ১০ শতাংশ বেসলাইন ট্যারিফ এবং দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন ট্রাম্প। 

হোয়াইট হাউসের রোজ গাডেনে মার্কিন প্রেসিডেন্ট এই শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতার ঘোষণা’ বলে উল্লেখ করেছেন। বলেছেন, এটা আমাদের স্বাধীনতার ঘোষণা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক করেছেন ট্রাম্প। এছাড়া ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাপানের ওপর যথাক্রমে ২০ এবং ২৪ শতাংশ শুল্ক দেয়া হয়েছে। আর ভারতকে আমদানি শুল্ক দিতে হবে ২৬ শতাংশ। 

এদিকে ট্রাম্পের এই শুল্ক আরোপের প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। অস্ট্রেলিয়ার গরুর মাংসের ওপর ট্রাম্পের কঠোর বাধনিষেধের সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপকে অন্যায় উল্লেখ করে তিনি আলবানিজ বলেছেন, এই অন্যায় পদক্ষেপের জন্য আমেরিকান জনগণকে আরও চড়া মূল্য দিতে হবে। তিনি আরও বলেছেন, ট্রাম্পের অযৌক্তিক শুল্কের জন্য সবচেয়ে বড় মূল্য দিতে হবে আমেরিকার জনগণকে। এ কারণেই আমাদের সরকার রিসিপ্রোক্যাল ট্যারিফ আরোপ করবে না। আমরা এমন কোনো প্রতিযোগিতায় যোগ দেব না যা উচ্চ মূল্য এবং ধীর প্রবৃদ্ধির দিকে ধাবিত করবে।

ট্রাম্পের এই শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেছেন, বিশ্ব বাণিজ্য এই ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটাবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান বাণিজ্যিক অংশীদারদের তুলনায় কানাডার জন্য ট্রাম্পের শুল্ক কিছুটা সীমিত ছিল। কিন্তু কার্নি বলেছেন- অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং গাড়ির ওপর মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ কানাডিয়ান। পাল্টা ব্যবস্থা নিয়ে ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন তিনি। 
কিছুটা নিরুত্তাপ প্রতিক্রিয়া দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। বলেছেন, কারই বাণিজ্য যুদ্ধের প্রতি কোনো আগ্রহ নেই। পার্লামেন্টের বক্তব্যে স্টারমার আরও বলেন, আমর সকল পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমরা কোনো কিছুকেই উড়িয়ে দিচ্ছি না।

বাণিজ্য যুদ্ধের বিষয়ে সতর্ক করেছে জামার্নি জানিয়েছে, এই বাণিজ্য যুদ্ধ উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। 
নিজ দেশের কোম্পানি এবং কর্মীদের রক্ষা করার অঙ্গীকার করেছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার দেশ কোম্পানি এবং কর্মীদের রক্ষা করবে এবং একটি উন্মুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। 
বাণিজ্যে কোনোরকম বাধা চায় না সুইডেন। দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন উল্লেখ করেছেন যে তার দেশ বাণিজ্যে ক্রমবর্ধমান কোনো বাধা চায় না। তিনি বলেছেন, আমরা বাণিজ্য যুদ্ধ চাই না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতার পথে ফিরে যেতে চাই। যেন এ দেশের মানুষ আরও ভালো জীবন উপভোগ করতে পারে। 

আইরিশ বাণিজ্যমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আয়ারল্যান্ড এবং ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পেতে প্রস্তুত। আলোচনা এবং সংলাপ সর্বদাই এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেছেন তিনি। 
ট্রাম্পের মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বলেছেন, পশ্চিমাদের দুর্বল করে দেবে এমন বাণিজ্য যুদ্ধ এড়াতে নতুন চুক্তি অনুসন্ধান করবে তার দেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জর্জিয়া। তিনি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি নিয়ে কাজ করার যথাসাধ্য চেষ্টা করব। যার লক্ষ্য হচ্ছে বাণিজ্য যুদ্ধ এড়ানো।  

ফ্রান্স সরকারের মুখপাত্র বলেছেন, এপ্রিলের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিষয়ে প্রতিক্রিয়া জানাবে ইউরোপীয়ান ইউনিয়ন। ২৭ দেশের এই ব্লকের প্রাথমিক পদক্ষেপ হেব ইস্পাত এবং অ্যালুমেনিয়ামের ওপর মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে লড়াই শুরু করা। এরপর খাত-ভিত্তিক ব্যবস্থা নেয়া। এদিকে বুধবার ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ শুল্কের বিরুদ্ধে একটি আইন পাশ করেছে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল। তবে ট্রাম্পের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে গত সপ্তাহে লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছিলেন, তার দেশ শুল্কের মুখে স্থির থাকতে পারবে না। 

পাঠকের মতামত

এটা শুল্কের বিশ্ব যুদ্ধ ঘোষিত হয়ে গেল। মহামতি ট্রাম্ফ সাহেব অচিরেই বুঝতে পারবেন বর্হিবিশ্বে তার সুহৃদ রাষ্ট্রগুলি বিপরীত শিবিরে অবস্থান নেবে।

মোহাম্মদ হারুন আল রশ
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৩ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status