বিশ্বজমিন
ট্রাম্পের শুল্ক তালিকায় নেই রাশিয়া
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের তালিকায় নেই রাশিয়া। এতে অনেকেই অবাক হয়েছেন। কেননা ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থ হলে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে অবাক করা বিষয় হচ্ছে শুল্ক তালিকা থেকে মস্কোকে অব্যাহতি দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, কয়েক সপ্তাহের নানা জল্পনা-কল্পনার পর বুধবার বিভিন্ন দেশের ওপর রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের তালিকা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ইউরোপীয়ান ইউনিয়ন, ভারত, চীন, জাপান এবং বাংলাদেশসহ বহু দেশের নাম থাকলেও রাশিয়ার নাম অনুপস্থিত। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যে অন্যায্যভাবে অন্যান্য দেশের শুল্ক আরোপের ব্যবধান কমাতেই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তিনি সকল দেশের পণ্যে গড়ে নূন্যতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বক্তৃতা করার সময় ৭৮ বছর বয়সী রিপাবলিকান নেতা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর অতিরিক্ত করের পরিমাণ ঘোষণা করেন। এর মধ্যে বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্র থাকলেও আশ্চর্যজনকভাবে রাশিয়ার নাম নেই। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট এক্সিওসকে বলেছেন, ট্রাম্পের শুল্ক তালিকায় রাশিয়াকে না রাখার কারণ হচ্ছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যেকোনো অর্থবহ বাণিজ্যিকে বাধা প্রদান করে। যাইহোক, মরিশাস অথবা ব্রুনাইয়ের থেকেও মস্কোর সঙ্গে অধিক বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখেছে ওয়াশিংটন। তবে দেশ দুটির নাম শুল্ক তালিকায় থাকলেও সেখানে রাশিয়ার নাম নেই। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও এই তালিকায় রয়েছে। কিয়েভের ওপর ১০ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপের সম্ভাবনাও রয়েছে।