বিশ্বজমিন
এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চীনের
মানবজমিন ডেস্ক
(১০ ঘন্টা আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে এবার পাল্টা শুল্ক দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের যেকোনো পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। এর পাশাপাশি বেশ কিছু বিরল ধাতু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। আগামী ১০ এপ্রিল থেকে শুল্ক নীতি কার্যকর করা হবে বলে জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এমন পরিস্থিতিতে দুই দেশের বাণিজ্য যুদ্ধ আরও প্রবল হলো। গত বুধবার হোয়াইট হাউসের গোলাপবাগানে চীনসহ বিশ্বের শতাধিক দেশের ওপর রিসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেন ট্রাম্প। সেদিন তিনি চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এ বছরের শুরুতে যার পরিমাণ ছিল ২০ শতাংশ। সম্প্রতি ওই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানিকৃত পণ্যে শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ শতাংশে।
যুক্তরাষ্ট্রের শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান সিএন্ডডি ইনকর্পোরেটেডের পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাৎক্ষণিক এই স্থগিতাদেশ জারি করায় পুনরায় হুমকির মুখে পড়েছে কৃষি বাণিজ্য। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের তিনটি কোম্পানি থেকে পোল্ট্রি এবং হাড়ের মাংস আমদানিও স্থগিত করা হয়েছে। ৪ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম সহ মাঝারি ও ভারী বিরল ধাতু রপ্তানির ওপর নিয়ন্ত্রণ ঘোষণা করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতীয় নিরাপত্তা বলবৎ করতে আইন মেনেই প্রাসঙ্গিক পণ্যের ওপর নিয়ন্ত্রণ কার্যকরেছে সরকার। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরমাণু খাতকে দুর্বল করতে চায় বেইজিং। রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় যুক্তরাষ্ট্রের আরও ১৬টি পণ্যকে যুক্ত করার কথা জানিয়েছে বেইজিং।