খেলা
নারী বিশ্বকাপ বাছাইয়ে ২ বাংলাদেশি আম্পায়ার
স্পোর্টস ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:২২ অপরাহ্ন

পাকিস্তানে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আসন্ন প্রতিযোগিতার জন্য দায়িত্ব দেয়া হয়েছে ১০ জন আম্পায়ার ও ৩ জন ম্যাচ রেফারিকে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এ তালিকায় রয়েছেন দু’জন বাংলাদেশি, মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।
২০২০ ও ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুকুলের আম্পায়ারিং নজর কাড়ে সবার। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ মুকুলের সঙ্গে এবার প্রথমবারের মতো আইসিসি’র বড় কোনো ইভেন্টে ডাক পেয়েছেন জেসি। এর আগে তার নারীদের এশিয়া কাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা থাকলেও, বিশ্বমঞ্চে এবারই প্রথম তিনি। ২০২৪ -এ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। সেবার টুর্নামেন্টের পর জেসি বলেছিলেন, বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্নের কথা। এবার বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে হলেও, সেই স্বপ্ন সত্যি হলো জেসির। আগামী ৯ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে ৬ দল। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে শীর্ষ ২ দল পাবে বিশ্বকাপের মূলপর্বের টিকিট। আয়োজক দেশ হতে আম্পায়ার প্যানেলে আছেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ।
দেশটির প্রথম নারী আম্পায়ার হিসেবে গত বছর আইসিসির প্যানেলে জায়গা করেন সালিমা। সে সময় তিনি জানান যে, এটি শুধু তার নয়, বরং পাকিস্তানের সমস্ত ভবিষ্যৎ নারী আম্পায়ারদের জন্য একটি অনুপ্রেরণা। ৫৩ বছর বয়সী সালিমা বলেন, পাকিস্তানের সব ভবিষ্যৎ নারী ক্রিকেটার ও আম্পায়ারদের জন্য একটি বিজয়। আশা করি আমার এই সাফল্য অনেক নারীদের অনুপ্রাণিত করবে, যারা ক্রিকেট জগতে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।’ আইসিসি’র ঘোষিত তালিকার ৩ জন রেফারি হলেন পাকিস্তানের আলি নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিটজ ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন। আম্পায়াররা হলেন বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ডেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ) ও শন হেইগ (নিউজিল্যান্ড)।