অনলাইন
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
(১ দিন আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব। বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন, এখনো পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে। আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি, তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারব, যাতে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয়।
প্রেস সচিব দূঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, আমরা এমন কিছু করবো যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ হয়। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি।
পাঠকের মতামত
ড. ইউনুস, আল্লাহর ওয়াস্তে আপনি থাকুন দেশের জন্য; স্থিতিশীলতার জন্য; জাতির কল্যাণের জন্য; আমাদের স্বাধীনতার জন্য এবং সর্বোপরি জনগণের স্বস্তির জন্য। অনুগ্রহ করে ফখরুলদের চাপে বিভ্রান্ত না হয়ে নিছক নির্বাচন নামের ক্ষমতার পালাবদল করে চলে যাবেন না। প্রয়োজনে আপনি গণভোট দিন: জনগণ আপনার সংস্কার চায় কি না। মানুষই বলবে, আপনি থাকবেন কি না। আমরা বুকে হাত দিয়ে বলছি, কথিত রাজনীতিকদের চাপে পড়ে আপনি সংস্কার না করে চলে গেলে ইতিহাস আর বাংলাদেশের মানুষ আপনাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবে। শত বছর ধরে আপনাকে ভীরু, কাপুরুষ বলে শাস্তি পেতে হবে। অতএব, আপনি দৃঢ়পদসম্পন্ন হোন, নির্ভীক হোন এবং স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতার প্রতীক হোন।