অনলাইন
সাংবিধানিক বৈধতার প্রশ্ন তুলে বিরোধীরা ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১৪ ঘন্টা আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

ভারতের সংসদের দুই কক্ষে বিতর্কিত ওয়াকফ বিল পাস হলেও এই বিলের ভাগ্য এখন নির্ভর করবে সুপ্রিম কোর্টের উপর। বিলটিকে অসাংবিধানিক অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এর আগে তামিলনাডুর ডিএকেও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
বুধবার গভীর রাতে লোকসভায় পাস হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়ও পাস হয় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে ৭০ বছরের পুরনো ওয়াকফ আইন। কিন্তু বিলটির আইনে পরিণত হওয়া সহজ নয় বলে জানিয়েছে বিরোধী দলগুলো।
তবে সংসদে ওয়াকফ বিল পাস হওয়াকে ‘এক অভূতপূর্ব মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে থাইল্যান্ড থেকে সমাজমাধ্যমে ওয়াকফ বিল নিয়ে পোস্টে মোদি লেখেন,
সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার ঘটনা আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা, সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এক অভূতপূর্ব মুহূর্ত। প্রধানমন্ত্রী জানান, এত দিন যারা প্রান্তিক এবং বঞ্চিত ছিলেন, ওয়াকফ সংক্রান্ত নতুন আইন তাদের সাহায্য করবে।
কিন্তু বিরোধীরা এই বিলকে অসাংবিধানিক আখ্যা দেয়ার পাশাপাশি মুসলিমদের অধিকার হরণকারী বলেও অভিযোগ করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এই বিলের মাধ্যমে ‘সংবিধানের উপর আক্রমণ’ করা হয়েছে বলে দাবি করেছেন। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ ডিএমকে প্রধানের। বৃহস্পতিবার স্ট্যালিন জানিয়েছেন, এই বিলকে চ্যালেঞ্জ করে তার দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।
শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ ঘোষণা করেছেন, কংগ্রেস শীঘ্রই ওয়াকফ (সংশোধনী) বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করবে। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, আমরা আত্মবিশ্বাসী যে ভারতের সংবিধানে থাকা নীতি, বিধান এবং অনুশীলনের উপর মোদি সরকারের সমস্ত আক্রমণ প্রতিহত করে যাব।