বিনোদন
টোটা ফিরছেন ফেলুদার ভূমিকায়
বিনোদন ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, রবিবার
গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল ফেলুদার সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। গত মাসেই নির্মাতারা ঘোষণা করেছিল আরও একবার ফেলুদা ফিরবে। ফেলুদা, জটায়ু এবং তোপসের ভূমিকায় অভিনয় করবেন- টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পনা মিত্র। এবারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’। জানা গেছে, চলতি মাসেই সিরিজটির শুটিং শুরু হবে।