ভারত
ভারতের ওড়িশায় বাংলাদেশি পর্যটক বোঝাই বাস উল্টে নিহত ২, আহত ২০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

ভারতের ওড়িশায় হিন্দু তীর্থস্থান পুরীর উদ্দেশ্যে যাওয়ার পথে রোববার বাংলাদেশি পর্যটক বোঝাই একটি টুরিস্ট বাস দুর্ঘটনায় পড়ে। ভুবনেশ্বর - পুরীর জাতীয় সড়কের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিকভাবে ২ জন নিহত হবার খবর জানা গেছে। আহত হয়েছেন ২০ জন। শ্যামলী পরিবহনের
বাসটিতে ৭০ জন বাংলাদেশি পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। চালক ঘুমিয়ে পড়াতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এমন তথ্যও পাওয়া গেছে। পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার খুব ভোরের দিকে ভুবনেশ্বরের সিফা এলাকার উত্তরা চকের কাছে এই মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বাংলাদেশি পর্যটকরা
সম্প্রতি উত্তর প্রদেশের বারানসির কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ওড়িশায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা ওড়িশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকলকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের দ্রুত ভুবনেশ্বরের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর।
দুর্ঘটনায় বাসের চালকের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।