অনলাইন
খুলনায় কেএফসি ও বাটা শোরুমে লুটপাটের ঘটনায় আটক ৩১
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
খুলনায় কেএফসি, ডোমিনোজ এবং বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) আহসান হাবীব এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভাঙচুর ও লুটপাট হওয়া প্রতিষ্ঠানগুলোর সিসি টিভি ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার খুলনার মানুষ পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ প্রদর্শনের জন্য লোকজন জড়ো হয়। কিন্তু তাদের একটি অংশ ইসরাইলি পণ্য রাখার অভিযোগ তুলে একাধিক প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট চালায়। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ, র্যাব, নৌবাহিনী ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়।