অনলাইন
আলী রীয়াজ
গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এই সমস্ত দল দাবি উত্থাপন করেছে, কর্মসূচি দিয়েছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি সংস্কারের তাগিদ দিয়েছে বিএনপি। সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সামনে অগ্রসর হতে চাই।’
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘সুপারিশগুলো আমরা রাজনৈতিক দলগুলোকে দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে বিএনপি আন্তরিকভাবে ও সুচিন্তিতভাবে তাদের মতামত জানিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে বিএনপির সহযোগিতা পেয়েছি তার জন্য আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই।’
তিনি আরো বলেন, ‘আলোচনার মধ্যদিয়ে আমাদের লক্ষ্য হলো-একটি জাতীয় সনদ তৈরি করা। যাতে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি গণতন্ত্র হোঁচট খেয়েছে। শুধু তাই নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে যার বিরুদ্ধে বাংলাদেশে রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে। বিএনপি তার অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্যই এই প্রচেষ্টা।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলী রীয়াজের নেতৃত্বে ৫ সংস্কার কমিশনের প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।