ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

লন্ডনে যোগ দিলেন প্রেস মিনিস্টার আকবর হোসেন

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(২১ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসাবে যোগ দিয়েছেন আকবর হোসেন।  ১৭ই এপ্রিল বৃহঃস্পতিবার কমিশনে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন।  ৮ই আগস্ট ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ২০শে নভেম্বর সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে আকবর হোসেনকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হিসেবে সরকারি প্রজ্ঞাপন জারি হয়। প্রায় পাঁচ  মাস পর তিনি কমিশনে উপস্থিত হয়ে  দায়িত্ব গ্রহণ করলেন। 
নূতন প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব গ্রহণের পর মানবজমিনকে তিনি বলেন , এটি একটি গুরু দায়িত্ব , কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে তিনি বদ্ধপরিকর।  এজন্য বৃটেনের বাংলা মিডিয়ার সাংবাদিক সহ কমিউনিটির সকল প্রবাসীদের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন। 
সাংবাদিক সহ কমিউনিটির সকল প্রবাসী বাংলাদেশি ও বৃটিশ বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত প্রেসমিনিস্টার আকবর হোসেন। 
উল্লেখ্য , আকবর হোসনে বিগত দীর্ঘ বছর থেকে সাংবাদিকতা পেশায় জড়িত।  প্রায় দুই দশক সময় ধরে প্রভাবশালী গণমাধ্যম বিবিসি'র ইংরেজি ও বাংলা শাখায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন , দীঘদিন কাজ করেছেন বাংলাদেশের প্রথম সারির ইংরেজি দৈনিক ''ডেইলি স্টার'' এ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status