ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন ফারুকের

একজন গ্রহণযোগ্য ব্যক্তি যার সুনাম বিশ্বব্যাপী, তিনি আসলে চাচ্ছেনটা কী

স্টাফ রিপোর্টার

(৮ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ২:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৯ অপরাহ্ন

mzamin

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আসলে আপনার সরকার চাচ্ছেটা কী? একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যার সুনাম সারা বিশ্বব্যাপী। তিনি আসলে চাচ্ছেনটা কী? মানুষের চাওয়া একটাই, সেটা হলো-নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার কাজ করে যাবেন, আপনার কাছে আমাদের পাওয়ার যে বিষয়টা, সেটি হলো একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ। জনগণের মনের ভাষা আপনাকে বুঝতে হবে।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন। আয়োজক সংগঠনের সভাপতি এস এম শাহাদৎ হোসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন-অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে দাবির জন্য হামলা, মামলা উপেক্ষা করে আমরা লড়াই করছি, যে লড়াই করতে গিয়ে আমরা ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে হারিয়েছি। সেই দাবিটাই হল-একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন? কেন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে বলেছেন, বৈঠকে আমরা সন্তুষ্ট নই।’

ফারুক বলেন, ‘১/১১-এর মতো পরিস্থিতি কেউ যদি আবার সৃষ্টি করতে চায় তাহলে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপিকে আবার নিশ্চিহ্ন করতে যদি কেউ কোনো পরিকল্পনা করে বাংলার মাটিতে সেটি কখনও সফল হবে না, হতে দেয়া হবে না।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আপনাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে, তাদেরকে ক্ষমা করার কথা আপনারা কী করে বলেন? তাদের হাতে গণতন্ত্র দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে, তারা বিরোধী দলের নেতা-কর্মীদেরকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে, তাদের তো ক্ষমা করার প্রয়োজন নেই। তারা কখনও আর বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না।’

পাঠকের মতামত

mr,joynal abedin we dont want BAL & BNP. WE WANT TO KEEP DR.YOUNUS IN POWER FOR FIVE YEARS'''''''''''''''''''''''''''''''

SANTO
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৮:০৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status